শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাইবান্ধায় রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

গাইবান্ধা জেলা শহরের এক বাসার রডে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত রাকিব মিয়া সদর উপজেলার খোলাহাটী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রং মিস্ত্রি রাকিব মিয়া ওই বাসার নির্মাণাধীন পিলারের রং করছিলেন। এ সময় বাসার ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যায়।   

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর