গাইবান্ধা জেলা শহরের এক বাসার রডে রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রাকিব মিয়া (২৩) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে গাইবান্ধা পৌরসভার কলেজপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাসায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাকিব মিয়া সদর উপজেলার খোলাহাটী এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রং মিস্ত্রি রাকিব মিয়া ওই বাসার নির্মাণাধীন পিলারের রং করছিলেন। এ সময় বাসার ঝুলন্ত তারে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে সে মারা যায়।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

