বরিশালের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আব্দুল হাকিম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ফলপট্টি এলাকার ‘হোটেল পার্ক’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মৃত আব্দুল হাকিম হাওলাদার (৬০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি দাড়িয়াল ইউনিয়নের আরব আলী হাওলাদার ছেলে। তিনি ওই প্রতিষ্ঠানটিতে গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, ‘আব্দুল হাকিম ব্যক্তি দীর্ঘ চল্লিশ বছর ধরে হোটেলটিতে কাজ করতেন। গত কয়েকদিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় খাবার খেয়ে স্টাফ রুমে ঢুকে আর বের হননি তিনি।’
হোটেলটির মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাত ৯টায় খাবার খেয়ে কক্ষে প্রবেশ করার পর আর বের হননি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

