বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
কুয়াকাটায় হোটেল থেকে নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীশান নামের ওই আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বীরগ‌ঞ্জে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে দম্পতির আত্মহত্যা

হোটেলে ডায়েরি সূত্রে জানা গেছে, নিহত নারী পর্যটকের নাম ফাহিমা আক্তার। তিনি পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশে হোটেল আলীশানের ১০৫ নম্বর কক্ষটি ভাড়া নেন, দীর্ঘদিন অবস্থান করার পর বুধবার রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: নান্দাইলে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার


বিজ্ঞাপন


খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন শেষে ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর