বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কুষ্টিয়ায় কিশোর গ্যাং প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান, আটক ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ এএম

শেয়ার করুন:

Kustiya
কুষ্টিয়ায় কিশোর গ্যাং প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান। ছবি: ঢাকা মেইল

কুষ্টিয়া শহরে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের ঘোড়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।


বিজ্ঞাপন


অভিযানে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদের নেতৃত্বে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘কুষ্টিয়া শহরে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে যৌথ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজারসংলগ্ন ঘোড়াঘাট এলাকায় মাদক কেনাবেচা ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে-এমন তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও জানান, অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর