বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আখাউড়া সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ 

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

B
বিএসএফের হাতে আটক ব্রাহ্মণবাড়িয়ার যুবক মুন্না।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর মুন্না নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। 

বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আটককৃত মুন্না আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের অটোচালক শাহআলম মিয়ার ছেলে। পরিবারের দাবি, বুধবার ভোরের দিকে মুন্নাকে সীমান্ত এলাকা থেকে বিএসএফ ধরে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান। 

তিনি জানান, ‘আজ (বুধবার) ভোরে আখাউড়া উপজেলার বাউতলা সীমান্ত দিয়ে তিন যুবক ভারতের ৩০০ গজের ভেতরে প্রবেশ করে। এসময় বিএসএফ ধাওয়া করে মুন্না নামে এক যুবককে ধরে ফেলে। বাকি দুজন পালিয়ে আসতে সক্ষম হয়।’ 

কর্নেল জিয়াউর রহমান জানান, তিন যুবক ভারত থেকে চোরাই পণ্য নিয়ে আসার জন্য দেশটির সীমান্তের ৩০০ গজের ভেতরে প্রবেশ করেছিল। পরে বিএসএফ ধাওয়া করে মুন্নাকে ধরে নিয়ে যায়। পরে তাকে ত্রিপুরা পুলিশের কাছে হস্তান্তর করে। 


বিজ্ঞাপন


তিনি আরও জানান, মুন্নার বিরুদ্ধে আখাউড়া থানাসহ একাধিক মাদক মামলা রয়েছে। সার্বিক বিষয়ে আমরা খোঁজখবর রাখছি।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর