বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহী বিভাগে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই: বিভাগীয় কমিশনার

জেলা প্রতিনিধি, রাজশাহী 
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম

শেয়ার করুন:

রাজশাহী বিভাগে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগে নির্বাচন নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজশাহীতে অনুষ্ঠিত প্রথম বিভাগীয় নির্বাচনী সমন্বয় সভা শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজশাহী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফ করেন বিভাগীয় কমিশনার।


বিজ্ঞাপন


তিনি জানান, সমন্বয় সভায় ডিআইজি, পুলিশ কমিশনার, আইনশৃঙ্খলা বাহিনীর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, আট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এছাড়াও বিজিবি, আনসার ও ভিডিপি, র‍্যাব, সেনাবাহিনী এবং নির্বাচন কাজে নিয়োজিত মাঠ পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা এতে অংশ নেন। কমিশনার বলেন, ‘আমরা জেলা পর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য শুনেছি এবং তাদের পরামর্শগুলো নোট করেছি। সেগুলো সরকারকে জানানো হবে।’

বজলুর রশীদ আরও বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। এর কোনো ব্যতিক্রম হতে দেব না এই অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি।’ সভায় অবৈধ অস্ত্র উদ্ধারসহ নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।

সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ:

অবৈধ স্থাপনা উচ্ছেদ: নির্বাচনী এলাকা থেকে অবৈধ পোস্টার, ব্যানার এবং ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ করা।


বিজ্ঞাপন


সীমান্ত নিরাপত্তা: অবৈধ অস্ত্র ও সীমান্ত অপরাধ রোধে টাস্কফোর্স অপারেশন অব্যাহত রাখা।

অপরাধী গ্রেফতার: সাজাপ্রাপ্ত ও দাগি আসামিদের ধরতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালু রাখা।

ভোটকেন্দ্রের নিরাপত্তা: প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

সচেতনতা বৃদ্ধি: ভোটার উপস্থিতি বাড়াতে প্রচারণা চালানো এবং গণভোট ও পোস্টাল ব্যালট বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাজাহান বলেন, ‘লুট হওয়া সরকারি অস্ত্রগুলোর সব এখনো উদ্ধার হয়নি। ওই অস্ত্রগুলো উদ্ধার করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। তবে অস্ত্রগুলো উদ্ধারে জেলা পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কারা এসব অস্ত্র ছিনতাই করেছে বা বর্তমানে কাদের কাছে আছে, তা শনাক্ত করার তৎপরতা অব্যাহত রয়েছে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর