বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, ভোলা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম

শেয়ার করুন:

ভোলায় পৃথক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ও ভেলুমিয়া ইউনিয়নে পৃথক দুটি দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে এই দুর্ঘটনাগুলো ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহত শিশুরা হলো পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. কাজল মিয়ার ছেলে তাছিন ইসলাম (৫) এবং ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মো. কবির হোসেনের দুই বছর বয়সী ছেলে বিল্লাল।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সবার অগোচরে শিশু বিল্লাল বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়। অন্যদিকে, একই সময়ে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নছিমন তাছিনকে ধাক্কা দিলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর