বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিরসরাইয়ে বালু মহালে অভিযান, ৫ শ্যালো মেশিন বিনষ্ট ও পাইপ অপসারণ

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

শেয়ার করুন:

মিরসরাইয়ে বালু মহালে অভিযান, ৫ শ্যালো মেশিন বিনষ্ট ও পাইপ অপসারণ

মিরসরাইয়ে ছড়া ও পাহাড় ভেঙে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মিরসরাই উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ। অভিযানে ৫টি শ্যালো মেশিন বিনষ্ট ও পাইপ অপসারণ করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা আদর্শ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।


বিজ্ঞাপন


এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. তরিকুর রহমান ও জোরারগঞ্জ থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

IMG-20251217-WA0098

‎মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকায় ছড়া ও পাহাড় কেটে অবৈধভাবে একটি চক্র বালু উত্তোলন অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানে ৫টি শ্যালো মেশিন বিনষ্ট ও পাইপ অপসারণ করা হয়। তবে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

বনভূমিতে বৈপরীত্য: উচ্ছেদে তৎপরতা, দখলে নীরবতা

IMG-20251217-WA0099

তিনি আরও বলেন, সেখানে অবৈধভাবে নির্মিত এক চালা ঘরে মাদক সেবনের আলামত পাওয়া যায়। পরবর্তীতে ঘরটি উচ্ছেদ করা হয় এবং বিভিন্ন আলামত বিনষ্ট করা হয়। পরিবেশ ধ্বংসকারী এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর