বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম

শেয়ার করুন:

নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করারও আহ্বান জানান।


বিজ্ঞাপন


সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না, সে কি জন্য করবে না, কেন করবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।

এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নেই। কোনো প্রার্থী যদি নিরাপত্তার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান, তবে সেটি একান্তই তার ব্যক্তিগত মতামত। নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই।

নিরাপত্তার কথা বলে যিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তিনিই আসলে বলতে পারবেন তিনি কী ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে আমি নিশ্চিত করছি, সার্বিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। তিনি নির্বাচন কেন করবেন না এটা সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।

এখানে সাংবাদিক ও ব্যবসায়ীসহ সবাই উপস্থিত আছেন। কেউ যদি ব্যক্তিগতভাবে নিজেকে অনিরাপদ মনে করেন, তবে সেটি তার নিজস্ব বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নির্বাচন নিয়ে ভারতের নসিহত অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

এসময় তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন. ওসমান হাদির একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার অবদান অতুলনীয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা সাধারণ বিষয়। ঢাকাও তাদেরকে তলব করে।

এর আগে বিকেএমইএর পক্ষ হতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশকে ৬টি পুলিশ ভ্যান উপহার হিসেবে উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশেষ করে নিটওয়্যার খাত আমাদের জাতীয় অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল স্থিতিশীল আইনশৃঙ্খলা এবং প্রশাসনের সঙ্গে শীল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বিকেএমইএ সেই সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই ভ্যান উপহারের মাধ্যমে। আমি বিশ্বাস করি এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরও এগিয়ে সহায়ক করবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর