বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার কেআইএসটির আন্তর্জাতিক গবেষণা চুক্তি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, গোবিপ্রবি
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

গোবিপ্রবি ও দক্ষিণ কোরিয়ার কেআইএসটির আন্তর্জাতিক গবেষণা চুক্তি

‘বায়োঅ্যাকটিভ পেপটাইড বাছাই ও রোগ নিরাময়ে বায়োঅ্যাকটিভ পেপটাইডের কার্যকর ভূমিকা’ শীর্ষক গবেষণা প্রকল্পে দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেআইএসটি) সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে তার কার্যালয়ে গবেষণা প্রকল্পটির চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং কেআইএসটির পক্ষে ড. চু ওয়ান নো স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব হাসানের তত্ত্বাবধানে এবং কেআইএসটির স্কুল পার্টনারশিপ প্রজেক্টের আর্থিক সহায়তায় ২০২৬ সালে এ গবেষণা প্রকল্পটি বাস্তবায়িত হবে।

আরও পড়ুন

বিজ্ঞান গবেষণায় সাফল্যের মাইলফলক ঢাবির, উপাচার্যের উচ্ছ্বাস

প্রকল্পের মুখ্য গবেষক ড. মাহবুব হাসান জানান, মানবদেহে প্রাকৃতিকভাবে উৎপন্ন বায়োঅ্যাকটিভ পেপটাইড বা জৈব-সক্রিয় পেপটাইডসমূহের কার্যকারিতা নিয়ে বিশদ গবেষণার উদ্দেশে এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

গবেষণা প্রকল্প প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা ভবিষ্যতেও গবেষণা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর