বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মাধবপুরে তেলবাহী গাড়ি ও বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

মাধবপুরে তেলবাহী গাড়ি ও বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১০

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলভর্তি ভাউচারবাহী গাড়ি ও আল মোবারাকা পরিবহন বাসের সংঘর্ষে সৈয়দ আশরাফুজ্জামান ফয়সাল নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত ফয়সাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবাব কাটারা এলাকার সৈয়দ এসএন জামানের ছেলে ও আল-মোবারাকা বাসের সুপারভাইজার। 


বিজ্ঞাপন


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাহেব বাড়ি গেইটের দক্ষিণ পাশে ঢাকা-সিলেট মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও পড়ুন

নাটোরে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত বাস ও তেলবাহী যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর