বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১টি আসনের বিপরীতে লড়বেন ৯৮ জন

জেলা প্রতিনিধি, খুলনা 
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ১টি আসনের বিপরীতে লড়বেন ৯৮ জন

আগামীকাল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। দুই দিনব্যাপী এই ভর্তি যুদ্ধে ৪টি ইউনিটের মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১ লক্ষ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৯৮ জন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে খুলনা ছাড়াও ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন


পরীক্ষার বিস্তারিত সময়সূচি:

ভর্তি পরীক্ষার প্রথম দিন (১৮ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ডি’ ইউনিটের (ব্যবস্থপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ৩ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী খুলনা ও ঢাকা কেন্দ্রে অংশগ্রহণ করবেন। একইদিন দুপুর ২টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ‘সি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার কেন্দ্রে একযোগে অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশ নেবেন ৩৬ হাজার ৭৩৪ জন।

দ্বিতীয় দিন (১৯ ডিসেম্বর, শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া স্থাপত্য ডিসিপ্লিনের আবেদনকারীদের অতিরিক্ত ‘অঙ্কন’ পরীক্ষা বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৯৬১ জন। সর্বশেষ বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। এই ইউনিটে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

প্রশাসনের প্রস্তুতি: খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রক্ষা করা হচ্ছে। পরীক্ষার্থীদের মাস্ক পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি ও শৃঙ্খলা মেনে কেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর