বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমতলী উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি জাকির, সম্পাদক মিরাজ

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

আমতলী উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি জাকির, সম্পাদক মিরাজ
বায়ে সভাপতি মো. জাকির হোসেন ও ডানে সম্পাদক য়তুজ্জামান মিরাজ।

স্বচ্ছ দুর্নীতিমুক্ত ও জবাবদিহি মূলক সাংবাদিকতার দৃর প্রত্যয় নিয়ে  আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের কমিটি গঠন উপলক্ষে একটি হোটেলে অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সভায় সর্বসম্মতিক্রমে সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেনকে সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি হায়তুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

স্বাধীনতাবিরোধীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে ছাত্রদলের গণস্বাক্ষর

সভায় ব্যাপক আলাপ আলোচনার ভিত্তিতে আমতলী উপজেলা সমকালের সাংবাদিক মো. জাকির হোসেনকে সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি মো. হায়াতুজ্জামান মিরাজকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অনান্য সদস্যরা হল সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার (দৈনিক সৈকত সংবাদ), মো. রেজাউল করিম (দৈনিক আমার দেশ),  মো. হারুন অর রশিদ দৈনিক ভোরের কাগজ) মো. আবু সাঈদ খোকন (দৈনিক মানব জমিন ও প্রতিদিনের সংবাদ)। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাসির মাহমুদ  দৈনিক সংগ্রাম ও রাজধানী টিভি), যুগ্ম সম্পাদক সজিব মিয়া ( দৈনিক দেশ রুপান্তর ও এশিয়ান টিভি) মহসীন মাতুব্বর (দৈনিক খবর পত্র)। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম  (দৈনিক কালবেলা), যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছে জোশেফ মাহতাব (দৈনিক সবুজ বাংলা)। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আবু জিয়াদ (বাংলাদেণ বানী), প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুল্লাহ আল নোমান  (দৈনিক ভোরের পাতা ও শেষ কথা) কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাহাবুদ্দিন পাননা (দৈনিক ইত্তেফাক),  অ্যাডভোকেট মো. ইছাহাক বাচ্চু  (দৈনিক সৈকত সংবাদ) মো. জিয়া সিদ্দিকী  দৈনিক নয়া শতাব্দী), গাজী মতিয়ার রহমান (দৈনিক মুক্ত খবর), আলহাজ তারিকুল ইসলাম টারজান  দৈনিক সাগরকূল), কেএম সোহেল (দৈনিক দিনকাল ও দৈনিক বরিশালের কথা), মনিরুজ্জামান সুমন  (দৈনিক বরিশাল প্রতিদিন) জ্যাক রাসেল ( দৈনিক আজকের বার্তা), মাসুদ রানা  দৈনিক  দৈনিক সংবাদ সকাল), মো. মেহেদি হাসান (দৈনিক জবাব দিহি) মৈা. আব্দুর রহমান (জাগো নিউজ ২৪), বিরাজ কুমার বিশ্বাস দৈনিক দক্ষিণাঞ্চল),  মো. নাঈম বিল্লাহ (একুশে নিউজ), মো. হানিফ মিয়া (দৈনিক বরিশাল বার্তা) মো. মাঈনুল ইসলাম রাজু (বাংলাদেশ সমাচার),পারভে শাহরিয়ার ( দৈনিক বাংলাদেশের খবর) ও মনোয়ার হোসেন  (দৈনিক সাগরকূল) ও জাকিয়া সুলতানা হানি  (দৈনিক নব বাণী)।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর