বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেরপুরে ৪ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

শেরপুরে ৪ ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

শেরপুরে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর। অভিযানে ইটভাটার চার মালিক হতে সাড়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


1000162745

ভ্রাম্যমাণ আদালতের তথ্যমতে, শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। 

1000162759

আরও পড়ুন

কক্সবাজারে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ, ১৫ একর বনভূমি উদ্ধার

অভিযানে সদরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরের জিহান জিগজ্যাগ অটো ব্রিকস-০৫, ওই ইউনিয়নের মির্জাপুরের কান্দিপাড়া গ্রামের মেসার্স মুন ব্রিকস, শেরপুর পৌরসভার নৌহাটা মহল্লায় মেসার্স এ এইচ ব্রিকস ও পৌরসভার তাতালপুরের মেসার্স আর ইউ বি ব্রিকসকে ৩ লাখ ৫০ হাজার টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

1000162765

অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা।

পরিবেশ অধিদফতর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরের অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর