গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ওরসের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহাম্মদ আলী(৫০) নামের এক হোমিও চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়ন সখের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আহাম্মদ আলী শ্রীপুর ইউনিয়ন নয়ন সুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শাহিদুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী মুরশিদের বাজার এলাকায় বাৎসরকি ওরস অনুষ্ঠিত হয়। এখানে মুসল্লিদের খাবারের জন্য খিজুড়ি রান্না করা হয়। সেই খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় মুন মিয়া গংদের সঙ্গে আহাম্মদ আলীর তর্কবিতর্ক সৃষ্টি হয়। এসময় মুন মিয়াদের হামলায় কিলঘুসি ও লাথিতে আহাম্মদ আলী নিহত হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিনিধি/ এজে

