সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে রাজশাহীর তানোরে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে তানোর সদরের গোল্লাপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার আওয়ামী লীগ নেতার নাম পাপুল সরকার। তিনি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতা এবং তানোর সরকারি আব্দুল করিম সরকার বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক।
তানোর থানার ওসি মো. শাহিনুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এজে

