বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৮ পিএম

শেয়ার করুন:

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার
তানভীর কবির তপু (৩০)।

খুলনা মহানগরীর দোলখোলায় কাজি বাড়ির বিপরীতে আবাসিক হোটেল বিলাসীর তৃতীয় তলা থেকে তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শী ও হোটেল সূত্রে জানা যায়, তপু কয়েকদিন আগে হোটেল বিলাসীতে ওঠেন। কক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে হোটেল কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি হোটেল ব্যবস্থাপনা ও পরে খুলনা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কক্ষের দরজা খুলে তপুর নিথর দেহ বিছানার ওপর পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

আরও পড়ুন

নরসিংদীতে নিখোঁজের ২৪ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তপুর পরিচয় ও তিনি কী কারণে হোটেলে অবস্থান করছিলেন, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর