বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫০ জন আহত

হবিগঞ্জে ধানের খড় শুকানো নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর ও নিজামপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

ঝিনাইদহের দুই সন্তানের জননীকে গলাকেটে হত্যাচেষ্টা

স্থানীয়রা জানান, উপজেলার দরিয়াপুর গ্রামের কিতাব আলীর সঙ্গে পার্শ্ববর্তী নিজামপুর গ্রামের সফিক মিয়ার ধানের খড় শুকানো নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৫০ জন আহত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর