রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি চিকিৎসার জন্য যদি বিএনপিকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিএনপি নেতাকর্মীরা সব ব্যয় বহন করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেছেন, সু-পরিকল্পিতভাবে চক্রান্ত করে হত্যার উদ্দেশে হামলা চালানো হয় শরিফ ওসমান হাদির উপরে। যারা দেশের নির্বাচন বানচালের জন্য গভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এ ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার গোয়ালি মান্দা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
![]()
আসাদুজ্জামান রিপন আরও বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে ও বর্তমান নির্বাচন কমিশনকে ব্যর্থ করতে দেশে ও বিদেশে চলছে আন্তর্জাতিক ষড়যন্ত্র। ফলে দেশের নানা শ্রেণি পেশার সব মানুষকে, ঐক্যবদ্ধভাবে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন তিনি।
আসাদুজ্জামান রিপন আরও বলেন, বাংলাদেশ যাতে গণতন্ত্রের পথে না হাটে, গোপনে সেই ষড়যন্ত্র চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে একটি চক্র।
![]()
তিনি আরও বলেন, আধিপত্যবাদী চক্রের সব ষড়যন্ত্র রুখে দিতে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। ফলে দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি।
এসময় আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার মধ্য দিয়ে তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেশ এগিয়ে যাবে বলে তিনি দাবি করে বলেন, মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে প্রতিবাদের আওয়াজ তুলতে পারবেন তরুণরা।
![]()
এর আগে, শহীদ বিজয় স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা জানাতে, উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মসূচিতে অংশনেয়, ড. আসাদুজ্জামান রিপনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে একে একে শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান সবাই।
ড. আসাদুজ্জামান রিপনের শহীদ স্মৃতি স্তম্ভের ফুলের শ্রদ্ধা জানানোর ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।
প্রতিনিধি/এসএস

