বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুরে কলা বাগানে পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

জামালপুরে কলা বাগানে পড়ে ছিল মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ

জামালপুরের মেলান্দহে বেবি আক্তার (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে ডেফলা সেতুর নিচে কলাবাগান থেকে নগ্ন অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


মৃত বেবি আক্তার উপজেলার কাঙ্গাল কোষা এলাকার ধোলা মিয়ার মেয়ে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়- বিকেলে ব্রিজ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিতে নিচে নামলে বেবি আক্তারের নগ্ন অবস্থায় মরদেহ দেখতে পায়। পরে আশপাশের লোকজনকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

আরও পড়ুন

নরসিংদীতে নিখোঁজের ২৪ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

জামালপুর সহকারী পুলিশ সুপার (মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্টে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। আর তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলেই পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর