ভাড়া করা ক্যামেরাম্যান ব্যবহার করে স্থানীয় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি এবং তাদের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণের অভিযোগে গাংনী উপজেলা পরিষদের আয়োজিত সব অনুষ্ঠান ও কর্মসূচির সংবাদ প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন গাংনী উপজেলার কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে সকাল ৯টায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সাংবাদিকদের অভিযোগ, উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে বাইরে থেকে ভাড়া করা ক্যামেরাম্যান এনে ভিডিও ধারণের ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে করে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হয়। একপর্যায়ে ভাড়া করা ক্যামেরাম্যানদের দ্বারা সাংবাদিকদের সংবাদ সংগ্রহে সরাসরি বাধা প্রদান করা হয় এবং দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে অশালীন, অসম্মানজনক ও আপত্তিকর আচরণ করা হয়।
এ ঘটনাকে সাংবাদিকরা স্বাধীন গণমাধ্যম চর্চার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং সাংবাদিকদের পেশাগত অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। ঘটনার প্রতিবাদে উপস্থিত সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তারা সব প্রেসক্লাবের সদস্যরা সম্মিলিতভাবে গাংনী উপজেলা পরিষদের আয়োজিত সব অনুষ্ঠান ও কর্মসূচির সংবাদ প্রকাশ বয়কটের সিদ্ধান্ত নেন।
সাংবাদিক নেতারা বলেন, সংবাদ সংগ্রহের স্বাধীনতা ও নিরাপদ পেশাগত পরিবেশ নিশ্চিত করা সাংবিধানিক অধিকার। প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এভাবে অপমান ও বাধাগ্রস্ত করা মুক্ত গণমাধ্যম ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
বিজ্ঞাপন
তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে প্রশাসনিক অনুষ্ঠানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানান।
প্রতিনিধি/এসএস

