দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো বহিঃশক্তির হস্তক্ষেপ মোকাবিলায় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তীব্র সচেতনতা সৃষ্টির আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতা ও বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
সভায় বীর মুক্তিযোদ্ধা মনজু রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনভাবে কথা বলা এবং লেখার পরিবেশ নিশ্চিত করতে হলে সকল প্রকার গোয়েন্দা প্রভাব মুক্ত হওয়া জরুরি। তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার খবরদারি নিয়ে কঠোর সমালোচনা করেন।
বিএফইউজের সহকারী মহাসচিব ও আরইউজের সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন তার বক্তব্যে বলেন কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো ফ্যাসিবাদী দোসররা অবস্থান করছে। অন্যান্য প্রতিবেশী দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষায় অটল থাকলেও, আমাদের দেশে লোভের বশবর্তী হয়ে কেউ কেউ বিদেশের দালালি করছে। জাতি হিসেবে টিকে থাকতে হলে মাথা নত করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সভাপতির বক্তব্যে আরইউজে সভাপতি মুহা. আব্দুল আউয়াল বলেন, ‘দেশপ্রেমের সঙ্গে কোনো আপস করা হবে না। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদের নিরন্তর সচেতনতা সৃষ্টি করে যেতে হবে।’
বিজ্ঞাপন
আরইউজের যুগ্ম সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মঈন উদ্দিন, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ডালিম হোসেন শান্ত এবং সাংবাদিক আমানুল্লাহ আমান, কামরুজ্জামান বাদশা ও মেসবাহুল হক দিনারসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
এএইচ

