রাজশাহীর মোহনপুরে ডাকাতির খবর পাওয়া গেছে। এসময় ছাত্রদলের কয়েকজন নেতার মোটরসাইকেল ও মোবাইল ফোন লুট করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ধুরইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী ছাত্রদল নেতার নাম ইসমাইল হোসেন। তিনি মোহনপুরের ধুরইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
ইসমাইল হোসেন ঢাকা মেইলকে বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি আমার ছিল। আমি রাজশাহী শহরে ছিলাম। মোটরসাইকেলটা ছাত্রদলের আমার ছোট ভাইদের কাছে ছিল। ওরা পাকুড়িয়া থেকে খেলার জন্য ধুরইল এসেছিল। ধুরইল মোড়ের কাছে আসতেই প্রশাসন পরিচয়ে তাদেরকে থামায়। এরপর ওদের চেক করে। ফোন তিনটা ছিল, ওরা নিয়ে নিয়েছে। রামদা দেখিয়েছে, ভয়ে এরা দৌঁড় দিয়েছে।
ইসমাইল আরও বলেন, দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং আমার একটি ডিসকভার ১২০ সিসির গাড়ি নিয়েছে। ওরা তিনজন ছিল। অস্ত্র ছিল ওদের কাছে। আমরা পুলিশকে জানাই। তাৎক্ষণিক পুলিশ আসে। মোবাইল ট্রাকিং করা হয়। ওদের ১৫/২০ মিনিট পর দেখাচ্ছিল পালশা ও ধুরইল দেখাচ্ছিল।
ইসমাইল হোসেন বলেন, এ ঘটনার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে আমি ঠিক বুঝতে পারছি না। রাত ৮টার দিকে এরকম ছিনতাই হওয়ার কথা না, এটা পরিকল্পিত ঘটনা। ওই রাতে আরেকজনের গাড়ি ছিনতাই হয়েছে।
এ ব্যাপারে মোহনপুর থানার ওসি মঈন উদ্দিন ঢাকা মেইলকে বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনাটি খতিয়ে দেখছি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস

