বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয় দিবসে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

বিজয় দিবসে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে সাতক্ষীরা–খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ইজিবাইক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ছয়জন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।


বিজ্ঞাপন


প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে মহাসড়কে যানবাহনের চাপ ছিল বেশি। এসময় একটি মাহেন্দ্র, একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন

কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর