বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক মহলের চক্রান্তে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে: আজাদ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক মহলের চক্রান্তে হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছে: আজাদ
বিএনপির যুগ্ম মহাসচিবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিজয় র‍্যালিতে অংশগ্রহণের ছবিটি মঙ্গলবার দুপুরে তোলা- ঢাকা মেইল।

দেশে ও আন্তর্জাতিকভাবে চক্রান্ত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

তিনি বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ২৪ এর গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবন বাজি রেখেছিলেন ওসমান হাদি। বর্তমানে দুর্বৃত্তের হামলায় মস্তিষ্কে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন আছেন তিনি। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


thumbnail_ছবি_আব্দুস_সালাম_আজাদ,যুগ্ম_মহা-সচিব,বিএনপির_কেন্দ্রীয়_নির্বাহী_কমিটি_16.12.2025_(3)

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা পরিষদ চত্বরে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুস সালাম আজাদ আরও বলেন, দেশের মানুষ যেন গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে আর কথা বলতে না পারে, সেই উদ্দেশে সব প্রতিবাদী কণ্ঠস্বর নিস্তব্ধ করতে পরিকল্পিতভাবে এ হত্যার চেষ্টার পরিকল্পনা করা হয়েছে।

এছাড়া আরও অনেকেই এমন হামলার শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এটি ছিল হাদির সবচেয়ে বড় চাওয়া।


বিজ্ঞাপন


thumbnail_ছবি-_শহীদ_স্মৃতি_স্তম্ভে_শ্রদ্ধাঞ্জলি-_মুন্সিগঞ্জ_16.12.2025_(1)

তাই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে চট্টগ্রামে ও হাদির ওপরে সন্ত্রাসী হামলা চালানো হয়।

আরও পড়ুন

গাজীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে একটি শক্তিশালী সরকার গঠনের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে। যেখানে মুক্ত কণ্ঠে স্বাধীনভাবে প্রতিবাদের আওয়াজ তুলতে পারবেন তরুণরা। ফলে নির্বাচন কমিশনকে ব্যর্থ করার যে ষড়যন্ত্র চলছে সেটি রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

thumbnail_ছবি-_শহীদ_স্মৃতি_স্তম্ভে_শ্রদ্ধাঞ্জলি-_মুন্সিগঞ্জ_16.12.2025_(4)

এর আগে, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশনেন তিনি। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ।

এদিন বিজয় র‍্যালি-টি উপজেলার মালির অংক বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষ হয় উপজেলা পরিষদ মাঠে গিয়ে।

thumbnail_ছবি-_বিজয়_রেলি,মুন্সিগঞ্জ_16.12.2025(4)

এতে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় ব্যানার, ফেস্টুনসহ জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে বিজয় র‍্যালিতে যোগ দেন বিএনপি নেতা কর্মীরা।

পরে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত এক সমাবেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য দেন আব্দুস সালাম।

 

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর