বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই পুলিশকে চাপা দেওয়া কাভার্ড ভ্যান শনাক্ত, চালককে আটকের চেষ্টা চলছে

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুর কাছে দায়িত্বরত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে চাপা দেওয়া ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্ত করেছে পুলিশ। ঘাতক চালককে গ্রেফতার এবং যানটি জব্দের চেষ্টা চালাচ্ছে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালন শাহ সেতুর কুষ্টিয়া প্রান্তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে নিহত হন পাবনার ঈশ্বরদী থানায় জেলা গোয়েন্দা শাখায় (ডিএসবি) কর্মরত পরিদর্শক মোজাহারুল ইসলাম (৪০) ও এএসআই কায়েজ আলী।


বিজ্ঞাপন


হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকাল থেকেই লালন শাহ সেতু ও সংলগ্ন কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) এলাকায় বিশেষ নিরাপত্তা ডিউটি পালন করছিলেন তারা। মোটরসাইকেলে টহল দেওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই কর্মকর্তার মৃত্যু হয়।

খবর পেয়ে পাবনা ও কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

পাবনা পুলিশের ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ফলোআপ তথ্যে জানান, দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘাতক কাভার্ড ভ্যানটিকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

নিহত দুই কর্মকর্তার অকাল মৃত্যুতে পাবনা ও কুষ্টিয়া পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর