মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরে ইউনিয়ন আ.লীগের সম্পাদক আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর 
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরে ইউনিয়ন আ.লীগের সম্পাদক আটক

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে কৈজুরি ইউনিয়নের এলাকা থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ।


বিজ্ঞাপন


সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুই মেয়াদে কৈজুরী ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে সম্পাদক হিসেবে আছেন। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কৈজুরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের আটকে খবরে ফেসবুকে উল্ল্যাস প্রকাশ করে পোস্ট করতে দেখা যায়। সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময় জেলা আওয়ামী লীগ সভাপতির ঘনিষ্ঠজন হওয়ায় এলাকায় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগও পাওয়া যায়।

কৈজুরী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি  ইউনুস খান বলেন, বিগত দিনে এই সিদ্দিক ফকির (সিদ্দিকুর রহমান) বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি থেকে শুরু করে বহু নেতাকর্মীকে নির্যাতন করেছে। তাম্বুলখানা  কবি জসীমউদ্দীন এন্ড হাই স্কুলের জমি জবর দখল করে ঘর উঠিয়ে রেখেছেন। আওয়ামী লীগের নোমিনেশনে নৌকা প্রতীকে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন। তৎকালীন প্রতিপক্ষ বিএনপি'র মনোনীত আনারস প্রতীকের ক্যান্ডিডেট বিএনপি নেতা নাজিম উদ্দিন আহমেদ  সহ তার অনুসারীদেরকে মেরে রক্তাক্ত করে। তার লাঠিয়াল ও হেলমেট বাহিনী কৈজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি  হঠাৎ সেলিমকে নিয়ে নানা অপকর্মে করতেন। বর্তমানে ইউনিয়ন পরিষদের ১% এর কাজের টাকা সহ বিভিন্ন অনিয়ম করে চলেছেন। বহু মানুষের জমি জবরদখল করে এখনো নিজের কবজায় রেখেছেন। কৈজুরী ইউনিয়নে সবচাইতে নির্যাতিত ব্যক্তি আমি। এছাড়াও সোরহাব হাওলাদার, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,  হান্নান খান সহ অনেকেই সিদ্দিকের দ্বারা নির্যাতনের শিকার এবং বহু মিথ্যা মামলার শিকার হয়েছি।

তিনি বলেন, সিদ্দিকের নিজস্ব গোডাউন থেকে উদ্ধারকৃত রোড ডাকাতীর দুই ট্রাক চাল উদ্ধার মামলা, ২মাসের চাল চুরির মামলা রয়েছে।


বিজ্ঞাপন


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইন-চার্জ (ওসি) পি. এম. মামুনুর রশিদ বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ইউনিয়নে চেয়ারম্যান ও  সাধারণ সম্পাদক ছিদ্দিক ফকিরকে কৈজুরি ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর