শেরপুরের নকলায় ইউপি চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম।
বিজ্ঞাপন
চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত নকলা উপজেলার ৫নং বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, তিনি আগের বার নৌকা মনোনীত প্রার্থী হয়ে জয়লাভ করেন পরবর্তীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়লাভ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কাশেম জানান, বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানকে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোন মামলায় গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে জানানো হবে।
প্রতিনিধি/ এজে

