আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, দলের পক্ষ থেকে তাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সারজিস আলম বলেন, দলের নেতা ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিজ্ঞাপন
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপির এ নেতা। তার মতে, সব পক্ষ দায়িত্বশীল হলে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব।
প্রতিনিধি/ এজে

