মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হচ্ছে না হারমনি ফেস্টিভাল, অনিবার্য কারণে স্থগিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ এএম

শেয়ার করুন:

হচ্ছে না হারমনি ফেস্টিভাল, অনিবার্য কারণে স্থগিত

মৌলভীবাজারের পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের আকৃষ্ট করতে শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগান মাঠে হারমনি ফেস্টিভাল (সিজন–২) আয়োজন করা হলেও এবার উৎসবটি স্থগিত করা হয়েছে।

অনিবার্য কারণ দেখিয়ে আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য হারমনি ফেস্টিভ্যাল সিজন–২ স্থগিতের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।


বিজ্ঞাপন


এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় শহরে এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন, স্থানীয় বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

গত বছর সফলভাবে ফেস্টিভালের প্রথম আসর অনুষ্ঠিত হলেও চলতি বছর অনিবার্য কারণে দ্বিতীয় আসর স্থগিত করা হয়েছে।

Festival


বিজ্ঞাপন


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৮-২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিতব্য ‘হারমনি ফেস্টিভাল’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। উৎসবটির পরবর্তী তারিখ যথাসময়ে জানানো হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর