মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

bBARIA
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আখাউড়া পৌরসভার শান্তিনগর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত গৃহবধূর নাম সুমি আক্তার (৩৪)। তিনি শান্তিনগর গ্রামের সোহাগ মিয়ার চারতলা ভবনের একটি ভাড়া বাসায় স্বামী মো. খোরশেদ আলমের সঙ্গে বসবাস করতেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত স্বামী মো. খোরশেদ আলমের বাড়ি উপজেলার টানমান্দাইল গ্রামে।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, সন্ধ্যার পর সুমির মা ও ভাই বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দরজা দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা সুমিকে ঘরের মেঝেতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

প্রতিনিধি/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর