সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদরের হক পাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে। আহত হাসান আলী (৩৬) একই এলাকার আবু সাইদের ছেলে।

আরও পড়ুন

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় পৌঁছালে একটি গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এসময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে যশোরে রেফার্ড করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর