বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের হাতাহাতির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপির একটি পক্ষ। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বাদী হয়ে এ অভিযোগে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানায় দেওয়া এ অভিযোগের সত্যতা সোমবার (১৫ ডিসেম্বর) নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।
বিজ্ঞাপন
ওসি মামুন বলেন, বিএনপির নেত্রী আফরোজা খানম থানায় অভিযোগ দিয়েছেন। তবে এটি মামলা হিসেবে নথিভুক্ত (এফআইআর) হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যাদের অধিকাংশই ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মী।
এ বিষয়ে আফরোজা খানম বলেন, ‘আমার ওপর যারা হামলা করেছে, তাদের নাম উল্লেখ করে রোববার রাতে কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের অনুসারীরা আমার ওপর হামলা করেছে।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১২টার দিকে বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার মহানগর বিএনপির ব্যানারে নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল) বিলকিস আক্তার জাহান শিরিন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ওই এলাকা স্থান ত্যাগ করছিলেন। এসময়ে মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন তার অনুসারীদের নিয়ে মহানগর বিএনপির ব্যানারে শ্রদ্ধা নিবেদনের জন্য সেখানে উপস্থিত হলে। তখন দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এসময় আফরোজা খানমের ওপর প্রতিপক্ষের কয়েকজন নেতা-কর্মী চড়াও হয়ে নাসরিনকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এসময় নাসরিন তার সঙ্গে আনা ব্যানার ছিঁড়ে ফেলাসহ ফুলের তোড়া ভেঙে ফেলার অভিযোগ উঠে। পরে সেই ভাঙা তোড়া দিয়েই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান আফরোজা খানম।
এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন,ওই সড়কটি অপ্রশস্ত আর নেতা-কর্মীদের ভিড়ও ছিল অনেক। তবে হামলার কোনো ঘটনা ঘটেছে কি না তা জানা নেই।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

