ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধি ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় নির্বাচনি আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দুলুখন্ড আলী আহম্মদ খানের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, স্লোগান ও ফুলের মালা দিয়ে প্রার্থীকে বরণ করা হয়, যা স্থানীয়ভাবে একটি নির্বাচনি সমাবেশের রূপ নেয়।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তফসিল ঘোষণার পর প্রার্থীদের মিছিল, সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকার কথা থাকলেও ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই এ কর্মসূচি পালন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন উঠেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ শফিকুর রহমান কিরণ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন। একইসঙ্গে তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে নড়িয়া উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আচরণ বিধি ভঙ্গ করে বিএনপির এমপি পদপ্রার্থী উঠান বৈঠক এর বিষয় খবর পাই। কিছু চিত্র আমার কাছে আসে, আমি তাৎক্ষণিক পুলিশসহ সেখানে হাজির হই। তবে সেখানে আমি পৌঁছানোর আগেই হয়ত বৈঠকটি শেষ হয়ে গেছে। একটি সামিয়ানা ছাড়া আর কিছু পাইনি। তবে সরজমিনে কাউকে না পাওয়ায় আমরা চলে আসি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

