সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ পিস্তল, ৯ ম্যাগাজিন জব্দ

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ পিস্তল, ৯ ম্যাগাজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্ত এলাকা থেকে ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিনসহ ২৪ রাউন্ড গুলি জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্ত এলাকার গোপালপুর নামক স্থানে থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির সদরদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি জানান, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কিছু অস্ত্র আনার পরিকল্পনা করেছে দুষ্কৃতিকারীরা। এমন তথ্যের ভিত্তিতে গোপালপুর নামক স্থানে অভিযান চালায় বিজিবি। এমন সময় ২ জন মোটরসাইকেল আরোহীকে থামাতে সংকেত দেওয়া হলে, তারা পথ পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায় এবং একটি ব্যাগ মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৪টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধারসহ জব্দ করা হয়। অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর