সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভোটের আগেই ডা. জাহাঙ্গীরের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

শেয়ার করুন:

ভোটের আগেই ডা. জাহাঙ্গীরের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই নিজের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু করেছেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের দিচ্ছেন বিনামূল্যে চিকিৎসা। এমনকি অপারেশনও করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।

রোববার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে এ কার্যক্রমের উদ্বোধন করেছেন তিনি।


বিজ্ঞাপন


IMG-20251215-WA0002

প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকে এমপি পদপ্রার্থী।

IMG-20251215-WA0000

রোববার নগরীর আমচত্বর এলাকায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও অপারেশন কার্যক্রমের উদ্বোধন করেন প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ কার্যক্রমে ওই হাসপাতালটিতে বিনামূল্যে ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে। ইতোমধ্যে ২০ জন রোগীর অপারেশন সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সেক্রেটারি ও হাসপাতালটির ডাইরেক্টর (এডমিন) ইমাজ উদ্দিন মণ্ডল।


বিজ্ঞাপন


IMG-20251215-WA0003

রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল বলেন, জাহাঙ্গীর স্যার নিজে উদ্যোগ নিয়ে এ ক্যাম্প চালু করেছেন। রোগী দেখানোর জন্য আমাদের হাসপাতালের হটলাইন নম্বরে কল দিয়ে বা সরাসরি এসে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর প্রত্যেক বুধবার রোগী দেখা হয় হয়। তারপরই রোগীর অসুখের অবস্থা অনুযায়ী প্রয়োজন অনুসারে অপারেশন করা হয়।

 

এ ব্যাপারে প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ঢাকা মেইলকে বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি এ এলাকায় সকলের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছি। সরকারের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেছি। চিকিৎসার অভাবে কেউ মারা যাবে না। আমি এমপি নির্বাচিত হলে এ অঞ্চলে স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন ঘটবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর