সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি, ছাত্রদল আহবায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি, ছাত্রদলের আহবায়ক গ্রেফতার
জুয়েল রানা, ছাত্রদল আহবায়ক

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জুয়েল রানা পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোয়াজ্জেম আলীর ছেলে।

এর আগে বিয়ের প্রলোভনে শারীরিক সর্ম্পক ও বিয়ে না করার জন্য ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

 

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, জুয়েলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর