সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুনারুঘাটে বনরক্ষীদের সঙ্গে গাছচোরদের গোলাগুলির ঘটনায় মামলা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ এএম

শেয়ার করুন:

চুনারুঘাটে বনরক্ষীদের সঙ্গে গাছচোরদের গোলাগুলির ঘটনায় মামলা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মামলা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৪০-৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে চুনারুঘাট থানায় মামলা করেন।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত গুলিবিনিময়ের ঘটনা ঘটেছিল। নিশ্চিন্তপুর পাহাড়ে উভয়পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে গুলি বিনিময় হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, এ সময় মোট ৩৪ রাউন্ড গুলি ছোড়া হয়।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান, রাত আড়াইটার দিকে একদল গাছচোর সেগুন গাছ কেটে যাচ্ছিল। খবর পেয়ে আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে তিনজন বনরক্ষী ঘটনাস্থলে পৌঁছান। গাছচোরেরা ধাওয়া করলে আত্মরক্ষার্থে বনরক্ষীরা গুলি ছোড়েন। পাল্টা গুলি চালায় গাছচোররাও। গুলি বিনিময়ের সময় বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ব্যবহার করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে বনরক্ষীরা পিছু হটেন। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১২ টুকরা সেগুন, ৮ টুকরা আকাশমনিসহ মোট ৫৭ টুকরা কাঠ জব্দ করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, মামলা করার পর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার তদন্তভার দেওয়া হয়েছে পরিদর্শক মোহাম্মদ আল-আমিনকে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর