সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের জাতীয় পার্টিতে নূর মোহাম্মদ মন্ডল

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ এএম

শেয়ার করুন:

তিন দল ঘুরে ফের জাতীয় পার্টিতে নূর মোহাম্মদ মন্ডল
দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুল দিয়ে ফের জাপায় যোগ দেন নূর মোহাম্মদ মন্ডল (ছবিতে মাঝে)।

রংপুরের পীরগঞ্জের রাজনীতিতে পরিচিত মুখ সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডল আবারো দল বদল করেছেন। জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের পর আবারো জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন তিনি।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুল দিয়ে তিনি জাপায় যোগ দেন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আজমল হোসেন লেবু।

নূর মোহাম্মদ মন্ডল ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনেও লাঙল প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৮ সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী শেখ হাসিনার কাছে হেরে যান।


বিজ্ঞাপন


এরপর ২০১৪ সালে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৮ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সর্বশেষ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে আবার জাতীয় পার্টিতে ফিরলেন তিনি।

দলে যোগদানের বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি আজমল হোসেন লেবু বলেন, ‘নূর মোহাম্মদ মন্ডল জাতীয় পার্টি থেকেই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিভিন্ন সময়ে নানা কারণে তিনি অন্য দলে গেলেও সক্রিয় কোনো পদে ছিলেন না। এখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। ঘরের ছেলে ঘরে ফিরেছে। আমরা স্বাগত জানিয়ে তাকে ঘরে নিয়েছি।’

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর