পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় রতন মজুমদার (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নাজিরপুর উপজেলার ৫ নম্বর শাখারীকাঠী ইউনিয়নের ডাকাতিয়া এলাকায় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় রতনের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
রতনের মৃত্যুর বিষয়টি নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশীদ হাওলাদার নিশ্চিত করেছেন।
রতন মজুমদার পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের মৃত রবীন্দ্র মজুমদারের ছেলে। দুর্ঘটনার সময় রতনের সঙ্গে তাঁর সজল নামের এক নাতি ছিল। পেশায় তিনি একজন টমটমচালক ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হুমায়ূন কবির জানান, মাগরিবের নামাজের পর ঘটনাটি ঘটে। রতন টমটমে করে মাটিভাঙা থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাসের ধাক্কায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রতনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও নাজিরপুর থানা পুলিশের সূত্রে জানা যায়, রতন ধান বিক্রি করে বাড়ি ফিরছিলেন। ডাকাতিয়া এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে তাঁর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
নাজিরপুর থানার ওসি মো. হারুন-অর-রশীদ হাওলাদার জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআর

