সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদির উন্নত চিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি এনসিপির

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

হাদির উন্নত চিকিৎসা ও তার পরিবারের নিরাপত্তা জোরদারের দাবি এনসিপির
হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো ও তার পরিবারের নিরাপত্তা জোরদার করার দাবিতে ঝালকাঠিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।

রোববার (১৪ ডিসেম্বর) রাত ঝালকাঠি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, এনসিপি ফিল্যান্ড শাখার আহ্বায়ক আহাদ সিকদার, জেলা শাখার আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জুবায়ের হোসেন।


বিজ্ঞাপন


thumbnail_1000053241

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বাংলাদেশে গর্ব তাকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। প্রশাসন হামলাকারীদের এখনও গ্রেফতার করতে পারেনি। পাশাপাশি তার শরীরের অবস্থা বেশি ভালো না। এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো প্রয়োজন। তার পরিবারের নিরাপত্তা দেওয়ারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এসময় এনসিপি ঝালকাঠি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

হাদিকে গুলি: কুমিল্লা সীমান্তজুড়ে বিজিবির নজরদারি

উল্লেখ্য, শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এক পর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর