রাজশাহীতে বিমান বাহিনীর এক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে চোরদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব সভাপতি, ভাষাসৈনিক পুত্র সাইদুর রহমান উদ্বেগ প্রকাশ করেন এবং গ্রেফতারের দাবি জানান।
বিজ্ঞাপন
![]()
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার।।।সময় জেলার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।
সভায় উন্মুক্ত আলোচনা পর্বে রাজশাহী প্রেসক্লাব সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য সাইদুর রহমান বলেন, গত মাসের ২১ নভেম্বর রাজশাহীতে বিমান বাহিনীর এক কর্মকর্তার বাসায় ডাকাতি স্টাইলে চুরি হয়। তার কয়েকদিন পর পাশে আরেক বাসাতে চুরি হয়েছে। কোনো চোরও ধরা পড়ছে না। ল্যাপটপ চুরি হলো, সেটাও উদ্ধার হচ্ছে না।
সাইদুর রহমান আরও বলেন, এ বিষয়গুলো কঠোরভাবে দেখা দরকার। চোরকে যদি না ধরা যায়, তাহলে চুরি আরও বাড়বে। আমাদের আইনশৃঙ্খলার অবনতি হবে। এসময় বিভিন্ন মামলার চার্জশিট দাখিলে দেরি হওয়ার ব্যাপারেও কথা বলেন তিনি।
এর আগে, গত ২১ নভেম্বর নগরীর সপুরা এলাকায় বিমানবাহিনীর এক কর্মকর্তার বাসায় ডাকাতি স্টাইলে চুরি হয়। ওই রাতে বিমানবাহিনীর কর্মকর্তার মা ও ভাতিজাকে অবরুদ্ধ করে রেখে ল্যাপটপ, ব্যাগ, ব্যাংক চেক ও টাকাপয়সাসহ বিভিন্ন জিনিসপত্র চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হয়। তবে এখনো মূল অভিযুক্তরা গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধার করা যায়নি চুরি হওয়া জিনিসপত্র।
প্রতিনিধি/এসএস

