দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও অটোচার্জার ভ্যানের সংঘর্ষে এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট থেকে গোলাপগঞ্জগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন- ভোগনগর কলকুটি গ্রামের ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৬০) এবং আফজাল হোসেনের ছেলে আবু সাঈদ (৬)। গুরুতর আহত হয়েছেন সুলতানা বেগম (৬০) ও ভ্যান চালক আব্দুস সালাম (৫২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাক্টর চলাচলের সময় হঠাৎ একটি চাকা খুলে যায় এবং এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি অটোচার্জার ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনারুল ইসলাম নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে যাওয়ার পথে শিশু আবু সাঈদ মারা যান।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিনিধি/এসএস

