সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাজশাহীতে ৮৭ জন মালিক ফিরে পেলেন হারানো মোবাইল ফোন

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ৮৭ জন মালিক ফিরে পেলেন হারানো মোবাইল ফোন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের প্রযুক্তিগত সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ৮৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে প্রকৃত মালিকদের কাছে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান এসব ফোন তুলে দেন।


বিজ্ঞাপন


আরএমপি থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো শুধু রাজশাহী মহানগরী এলাকা থেকেই নয়, দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। সংশ্লিষ্ট থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এসব মোবাইল ফোন শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয়।

এদিন অনুষ্ঠানে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান বলেন, পুলিশ শুধু দৃশ্যমান আইনশৃঙ্খলা রক্ষার কাজই করে না; বরং আরও এমন কিছু কাজ করে, যেগুলো সাধারণত মানুষ লক্ষ্য করে না। 

তিনি বলেন, অনেক সময় পুলিশের কার্যক্রম জনগণের কাছে নেতিবাচক মনে হলেও বাস্তবে এসব কার্যক্রম নাগরিকের নিরাপত্তা, জীবন ও সম্পদ রক্ষার স্বার্থেই পরিচালিত হয়। যেমন ট্র্যাফিক চেকপোস্টে হেলমেট পরিধান নিশ্চিতকরণ ও যানবাহনের কাগজপত্র যাচাইকরণ করা হয় মূলত দুর্ঘটনা প্রতিরোধ, আইনগত সুরক্ষার এবং জীবন রক্ষার জন্য। তাই হেলমেট ব্যবহার করা নাগরিকের নিজের নিরাপত্তার জন্যই জরুরি। 

মাদকবিরোধী কার্যক্রম প্রসঙ্গে আরএমপি কমিশনার বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য আলাদা বিভাগ থাকলেও পুলিশ এ বিষয়ে নিয়মিত কাজ করে যাচ্ছে। তবে মাদক নির্মূলে শুধু পুলিশ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, নাগরিকদের কাছ থেকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পেলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে। তথ্য দিতে সরাসরি ফোন করার প্রয়োজন নেই, মেসেজ বা অনলাইন মাধ্যমেও তথ্য দেওয়া যাবে। এ জন্য আরএমপির ফেসবুক পেজ, হটলাইন নম্বর এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগাযোগ নম্বর চালু রয়েছে। সাম্প্রতিক উদ্ধার ও অভিযানগুলো প্রমাণ করে যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। পুলিশের ভালো কাজগুলোতে নাগরিকদের উৎসাহ ও সহযোগিতা পেলে এই কার্যক্রম আরও গতিশীল হবে। 

মোবাইল ফেরত পাওয়া মালিকরা আরএমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানান। তাদের ভাষায়, এ উদ্যোগের মাধ্যমে শুধু হারানো সম্পদই ফিরে পাওয়া যায়নি, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও আরএমপি এ ধরনের মানবিক ও প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম অব্যাহত রাখবে।

এদিনের অনুষ্ঠানে আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর