সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পিএম

শেয়ার করুন:

বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আতাহার উদ্দিন গাজী (৮০) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। 

রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


এদিকে রোববার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ জন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫১ জনের।

আতাহার উদ্দিন গাজী (৮০) পটুয়াখালী সদরের বাসিন্দা। গত শনিবার তাকে মুমূর্ষু অবস্থায় শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, চলতি বছর বরিশাল শেবাচিম হাসপাতালে ৩২ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন, বরগুনা জেলার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী জেলায় দুজন এবং ভোলায় একজন মারা গেছেন। চলতি বছরে বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে ২১ হাজার ৫৩১ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৩১৭ জন। বর্তমানে ভর্তি রয়েছে ১৬৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সম্প্রতি মশার উপদ্রব বেড়েছে। এ কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর