বিএনপি মনোনীত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের প্রার্থী ফজলে হুদা বাবুল বলেছেন, গত ১৭ বছর যাবৎ আন্দোলন সংগ্রামের ফলে নির্বাচনি তফশিল ঘোষণা করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে পাঞ্চা লড়ে মৃত্যুর মুখে এখন বেগম খালেদা জিয়া। দেশের এ সংকটময় পরিস্থিতিতে আপোশহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভীষণ প্রয়োজন। দেশের মানুষ তার পাশে আছে। মানুষের দোয়া আর ভালোবাসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিএনপি এবং দেশের হাল ধরবেন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার ডাক বাংলো মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
ফজলে হুদা বলেন, বিজয়ী হতে পারলে এ আসন ২-৩ মাসের মধ্যে মাদকমুক্ত করা হবে। শিক্ষাঙ্গণে কোনো রাজনীতি থাকবে না। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা হবে। ন্যায্যমূল্যে কৃষকদের থেকে কৃষিপণ্য কেনা হবে। এ দুই উপজেলায় দুইটি ইন্ডাস্ট্রি করা হবে যেখানে বেকারদের কর্মসংস্থান করা হবে, নারীদের ফ্যামিলি কার্ড প্রদান করা হবে এবং স্বাস্থ্যসেবার মান বাড়ানো হবে।
প্রধান অতিথি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন সবাই কথা দিয়েছিলাম ধানের শীষ যার আমরা তার। তাহলে, কেন বিভিন্নভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ভালোবাসলে সবাই ধানের শীষের পক্ষে কাজ করুন। দলীয় শৃঙ্খলা রক্ষা করার আহ্বান জানাই। অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
মহাদেবপুর উপজেলা ধানের শীষ সমর্থক গোষ্ঠী দোয়া মাহফিলের আয়োজন করে। এসময় ধানের শীষ সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,- জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দীক নান্নু। এসময় আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডনসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- মহাদেবপুর ধানের শীষ সমর্থক গোষ্ঠী সেকেন্দার আলী ও যুগ্ম সদস্য সচিব মতিউর রহমান মতি।
আলোচনা শেষে বেগম খালেদার জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা ফজলে হুদা বাবুল। দোয়া মাহফিলে জেলা, উপজেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

