রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবল বালুবাহী বাল্কহেড

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চাঁদপুরগামী বোগাদাদীয়া-১৩ নামের লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জান্নাতি নামের এক বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। বাল্কহেডে থাকা সুকানীসহ ৫ জন থাকলেও তারা সাঁতরে নিরাপদে আসতে সক্ষম হয়েছে। সংবাদ পেয়ে পাগলা নৌ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে এসে লঞ্চটিকে আটক করেছে।

রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ডুবে যাওয়া জান্নাতি বাল্কহেডের মালিক আলি আহেম্মদ জানান, চাঁদপুরের দশআনি থেকে সিলেকশন বালু নিয়ে ঢাকায় আসছিল বাল্কহেডটি। পথে ফতুল্লা লঞ্চঘাট অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা বোগদাদিয়া-১৩ নামের এক যাত্রীবাহী লঞ্চ তার বাল্কহেড বরাবর আসতে দেখে তারা গতি পরিবর্তন করতে চাইলেও ব্যর্থ হয়। এ সময় লঞ্চের সঙ্গে বাল্কহেডটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেডের ভেতরে থাকা ৫ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

 

পাগলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর হসেন জানান, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লঞ্চটিকে আটক করে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বাল্কহেড ডুবির ঘটনায় কোনো হতাহত নেই। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর