শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। রোববার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে সংগঠনটির সদস্যরা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় ইউট্যাব ইবি শাখার সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন - সিনিয়র প্রফেসর ড. নজিবুল হক, প্রফেসর ড. শাহীনুজ্জামান, প্রফেসর ড. নুরুন নাহার, প্রফেসর ড. আব্দুল গফুর গাজি, প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ সেলিম, প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রফেসর ড. এ কে এম নূরুল ইসলাম, প্রফেসর ড. খোদেজা খাতুন, প্রফেসর ড. খায়রুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত শোক র্যালিতে অংশ নেন ইউট্যাব ইবি শাখার সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন উপস্থিত শিক্ষকরা।
প্রতিনিধি/ এমইউ

