রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফরিদপুরের ফসলি জমিতে লাশ সদৃশ রহস্যময় বস্তু

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

ফরিদপুরের ফসলি জমিতে লাশ সদৃশ রহস্যময় বস্তু
ফরিদপুরের ফসলি জমিতে লাশ সদৃশ রহস্যময় বস্তু

ফরিদপুরের নগরকান্দায় একটি ফসলি জমি থেকে কাফনের কাপড়ে মোড়ানো লাশ সদৃশ এক রহস্যময় বস্তু উদ্ধার করা হয়েছে। কাপড়ের ভেতরে পাওয়া গেছে হাড়, লোহার টুকরা, সিঁদুর, কার্ডসহ বিভিন্ন ধরনের উপকরণ। এ নিয়ে এলাকায় ছড়িয়েছে নানা গুঞ্জন ও চাঞ্চল্য।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের জুঙ্গুরদি গ্রামে নিজাম উদ্দিনের জমিতে অদ্ভুত এই বস্তুটি পাওয়া যায়।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্র জানায়, জুঙ্গুরদি গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিনের জমিতে কাজ করছিলেন নাটোর জেলার মাহাবুর রহমান নামে এক কৃষক। জমিতে কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ তিনি কাফনের কাপড় সদৃশ একটি কাপড়ে মোড়ানো বস্তু দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জমির মালিককে জানানো হলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।

একপর্যায়ে কৌতূহলী জনতার অনুরোধে কাপড়টি খুলে দেখা যায়, ভেতরে রয়েছে হাড়, লোহার টুকরা, সিঁদুর, কার্ডসহ বিভিন্ন ধরনের উপকরণ।

পরে আতঙ্ক ও সংশয়ের কারণে বস্তুটি জমির পাশের একটি স্থানে পুনরায় পুঁতে রাখা হয়। খবর ছড়িয়ে পড়তেই দূর-দূরান্ত থেকে মানুষ রহস্যময় এই বস্তুটি একনজর দেখতে ভিড় জমাতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ দাবি করছেন, এটি কালো জাদু বা তান্ত্রিক কর্মকাণ্ডের অংশ, আবার কেউ বলছেন এটি কোনো পুরোনো কুসংস্কারমূলক আচার।

তবে বস্তুটি আসলে কী, কে বা কারা এটি মাটির নিচে পুঁতে রেখেছিল, এ নিয়ে নিশ্চিত কোনো খবর এখনও পাওয়া যায়নি। 


বিজ্ঞাপন


নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরাজ শারবীন বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারা বস্তুটি সেখানে রেখেছে এবং এর প্রকৃতি কী, তা খতিয়ে দেখা হচ্ছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। বস্তুটির ভেতরে হাড় ও সিঁদুর পাওয়া গেছে। তবে কোনো মৃতদেহ ছিল না।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর