রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২

চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনকে সামনে রেখে জেলা গোয়েন্দা ও বাঁশখালী থানার পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে গ্রেফতার করা হয়। 

রোববার (১৪) ডিসেম্বর রাত ২টায় বাঁশখালী পৌরসভার ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্টে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। 


বিজ্ঞাপন


তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে একটি দেশীয় এলজি উদ্ধার এবং মিনিট্রাকসহ দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - আহম্মদ মোস্তফা (২৬) ও অনিক কান্তি দে (২৪)। তাদের উভয়ের বাড়ি কক্সবাজার জেলার মহেশখালীর হোয়ানক এলাকায়। 

বাঁশখালী থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বাঁশখালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর